ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আইনমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আইনমন্ত্রীকে পদত্যাগ করতে বললেন রিজভী মানববন্ধনে রুহুল কবির রিজভী- ছবি: দীপু মালাকার

ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটি নিয়ে মিথ্যাচার করায় আইনমন্ত্রী আনিসুল হককে পদত্যাগ করতে বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি করেন তিনি।  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলামের মুক্তি দাবিতে এ মানববন্ধনের আয়োজান করে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন।

 

রিজভী বলেন, দেশে আইনের শাসন নিশ্চিত হলে বিচারের মাধ্যমে আইনমন্ত্রীর কমপক্ষে চারবার সাজা হওয়া উচিত। তিনি প্রধান বিচারপতির অসুস্থতা সম্পর্কে বলেছেন এসকে সিনহা ক্যান্সারে আক্রান্ত। কিন্তু প্রধানবিচারপতি গত রাতে অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে বলেছেন তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। দেশে বিচার বিভাগের শাসন ফিরে এলে বিচারের মাধ্যমে আইনমন্ত্রীর সাজা নিশ্চিত হবেই।
 
তিনি বলেন, আইনমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। অথচ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় বলা হয়েছে রাগ বিরাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না। কিন্তু তিনি শপথ ভঙ্গ করেছেন। একারণে তার সাজা হওয়া উচিৎ।

তিনি বলেন, প্রধান বিচারপতি কোনো ব্যক্তি নন তিনি প্রতিষ্ঠান। তার ওপর আঘাত করা হয়েছে। তিনি বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। তার মানে বিচার বিভাগের ওপর সন্ত্রাসী কায়দায় আক্রমণ করা হয়েছে এটা আজ প্রমাণিত। এই মুহুর্তে আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।

সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলম ছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, আমিনুল ইসলাম, এমএ হান্নান প্রমুখ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন। তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী শরীর চেকআপ করাচ্ছেন। এখন তার দেশে ফেরার সময় হয়েছে। কিন্তু ঠিক এই মুহুর্তে খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় পরোয়ানার হিড়িক পড়েছে। কুমিল্লা এবং ঢাকার বিভিন্ন আদালতে পুরনো মামলায় পরোয়ানা দেওয়া হচ্ছে। ’

রিজভী বলেন, ‘শেখ হাসিনা মনে করছেন তিনি নিরাপদ। এ জন্যই বিএনপির ওপর এতো নিপীড়ন ও হয়রানি। কিন্তু তিনি মুর্খের স্বর্গে বাস করছেন। কারণ প্রধানমন্ত্রী আপনার জানা আছে বিএনপির নেতা ইলিয়াস আলী, হিরু পারভেজ, চৌধুরী আলমসহ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীকে গুম করেও বিএনপিকে স্তব্ধ করতে পারেননি। বিএনপি মরেনি। বরং আজো কোটি কোটি কণ্ঠে বিএনপির পক্ষে আওয়াজ হয়, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আওয়াজ হয়। সুতরাং খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারি করে প্রধানমন্ত্রী আপনার স্বপ্ন সাধ, অঙ্গীকার পুরণ হবে না।
 
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
এমএফআই/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।