ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রায়গঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
রায়গঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জ: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিরাজগঞ্জের রায়গঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের  মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসময় বাড়িঘর ও ৪টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের চকনূর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহা আলম বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১২ অক্টোবর রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গোলাম হায়দার শোভনের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল রায়হান জয়ের বিরোধ হয়।


 
এ বিরোধ নিরসনে সকালে চকনুর বাজার এলাকায় একটি সালিশী বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উভয়পক্ষের মধ্যে বিতর্কের একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
 
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, সালিশী বৈঠকে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।