ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশের মানুষ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
বাংলাদেশের মানুষ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না ছবি-বাংলানিউজটোয়েটিফোর.কম

নাটোর: নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেছেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। কারণ তারা ক্ষমতায় গেলে দেশের কোনো উন্নয়ন হয় না।

সোমবার (১৬ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন হয়, মানুষ সুখে শান্তিতে বসবাস করে।

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে।

শিমুল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে, তাদের সে চেষ্টা সফল হবে না।

এসময় সংসদ সদস্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা আলী বাবলু, দপ্তর সম্পাদক  দিলীপ কুমার দাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিউটি আহমেদ, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইয়াকুব আলী মণ্ডল, সাধারণ সম্পাদক এসএম ফিরোজ, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ তোতা, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, জেলা পরিষদ সদস্য রঈস উদ্দিন রুবেল, মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন মৃধা প্রমুখ।

এসময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।