ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার ওপর হাতবোমা হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
চুয়াডাঙ্গায় যুবলীগ নেতার ওপর হাতবোমা হামলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আব্দুর রাজ্জাককে লক্ষ্য করে হাতবোমা হামলা চালানো হয়েছে। তবে এতে তার কোনো ক্ষতি হয়নি।

সোমবার (২৩ অক্টোবর) দিনগত রাত ৮টার দিকে উপজেলার আরামডাঙ্গা-পীরপুরকুল্লা সড়কের সাগুয়ান মোড়ে এ হামলা হয়।

ঘটনার পর থেকেই ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে কার্পাসডাঙ্গা বাজার থেকে নিজ গ্রাম পীরপুরকুল্লাতে ফিরছিলেন যুবলীগের সভাপতি ও ৬ নং ওয়ার্ডের মেম্বার সদস্য আব্দুর রাজ্জাক।

আব্দুর রাজ্জাকের অভিযোগ, রাত ৮টার দিকে তিনি মোটরসাইকেলযোগে সাগুয়ান মোড়ে পৌঁছালে আগে থেকে ওঁত পেতে থাকা ১০-১৫ জন সন্ত্রাসী তার গতিরোধ করে।  

এ সময় তিনি মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করে। হাতবোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিকট শব্দে বিস্ফোরিত হলেও আব্দুর রাজ্জাক প্রাণে বেঁচে যান।  

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বাংলানিউজকে বলেন, কারা এবং কেন আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালিয়েছে তার অনুসন্ধান করা হচ্ছে। ঘটনার পর দুর্বৃত্তদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।