ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশালে যুবদল ও ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
বরিশালে যুবদল ও ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা বরিশালে যুবদল ও ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

বরিশাল: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ-মিছিলে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ করেছে ছাত্রদল-যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সোয়া ১১টায় নগরের সদর রোডের বিএনপির দলীয় কার্যালয় চত্বর থেকে পৃথক দু’টি ব্যানারে বিক্ষোভ-মিছিল বের করে ছাত্রদল, যুবদল ও ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

এসময় মিছিল দু’টি প্রধান সড়কে যাওয়ার উদ্দেশে অশ্বিনী কুমার হল চত্বরের সামনে গেলে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।

পরে সেখানেই এ কর্মসূচির সমাপ্তি ডাকেন নেতা-কর্মীরা।

এরআগে মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে দলীয় কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন ও মহানগর যুবদলের সাধারন সম্পাদক এইচএম তসলিম উদ্দিনসহ ছাত্রদল ও যুবদলের নেতারা।

অপরদিকে একই দাবিতে বেলা ১২ টার দিকে জেলা ও মহানগর সেচ্ছাসেবক দলের ব্যানারে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করে নেতা-কর্মীরা। মিছিলটি অশ্বিনী কুমার হল চত্বরের সামনে গেলে একইভাবে পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়।

বাংলা‌দেশ সময়: ১৬০০ ঘণ্টা, অ‌ক্টোবর ২৪, ২০১৭
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।