ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগ সত্য অস্বীকার করে সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
আওয়ামী লীগ সত্য অস্বীকার করে সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে মোটেল সৈকতে সাংবাদিকদের সঙ্গে মির্জা ফখরুল- ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম থেকে: আওয়ামী লীগ সত্য অস্বীকার করে সন্ত্রাসকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, শনিবার কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে কারা বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলা করেছে তা জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। সেটা মানুষের জানার বাকি নেই।

 

রোববার (২৯ অক্টোবর) সকালে চট্টগ্রাম শহরে মোটেল সৈকতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।  

মির্জা ফখরুল বলেন, চেয়ারপারসনের গাড়িবহরে হামলার দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। কারণ, যারা হামলা করেছে তারা চিহ্নিত  আওয়ামী লীগের দলীয় ক্যাডার। তাদের ছবিসহ পত্রপত্রিকায় নিউজ চলে এসেছে। এ হামলায় আওয়ামী লীগ হামলাকারীদের লেলিয়ে দিয়ে সন্ত্রাসকে লালন করছে, এটা আবারও প্রমাণিত হলো।

ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ ভালো কাজ করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে পুলিশের আশ্বাস সত্ত্বেও হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনার পরপরই সংশ্লিষ্ট থানার ওসিকে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিতে অনুরোধ করার পরেও তারা কার্যকর পদক্ষেপ নেয়নি।

তিনি বলেন, আজকে আমরা কোনো ক্ষতির চিন্তা করছি না। শান্তিপূর্ণভাবেই আমরা সামনের কাজগুলো করতে পারবো। এসময় খালেদা জিয়ার আজকের সফরেও শান্তিপূর্ণ সহযোগিতা আশা করেন বিএনপি মহাসচিব।  


তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধানকে নিরাপত্তা দেওয়া আইন-শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। আমরা আশা করবো তারা তাদের দাযিত্ব যথাযথভাবে পালন করবে।  

কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে শনিবার (২৮ অক্টোবর) সকাল ১০টা ৪০ মিনিটে গুলশান কার্যালয় থেকে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া।  

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭/আপডেট ১১৫১
এএম/বিএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।