ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় যুবলীগের সভাপতি রবিউল, সম্পাদক স্বপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
কুষ্টিয়ায় যুবলীগের সভাপতি রবিউল, সম্পাদক স্বপন নব নির্বাচিতরা-ছবি-বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় দুই যুগ পর জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগের আহ্বায়ক রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক ও কয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল ইসলাম স্বপন। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা ক্রীড়া সংস্থা স্টেডিয়ামে এ সম্মেলন শেষে রাতে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটের যুবলীগ কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।  

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম প্রমুখ।

কুষ্টিয়া জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালে। সম্মেলনে সভাপতি নির্বাচিত হন এ. কে. সিদ্দিক এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লালন। গঠনতন্ত্র মতে তিন বছর পর পর সম্মেলন করার বিধান থাকলেও কোনো সম্মেলন না করেই ওই কমিটি পার করে প্রায় দুই যুগ।  

এরপর তৃণমূলের নেতা রবিউল ইসলামকে আহ্বায়ক করে ২১ সদস্যের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় যুবলীগ। নানা জটিলতায় সেই আহ্বায়ক কমিটিও পার করে প্রায় তিন বছর।  

বাংলাদেশ সময়: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।