ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মোস্তাক গংরা আওয়ামী লীগকেও নির্মূল করতে চেয়েছিলো

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
মোস্তাক গংরা আওয়ামী লীগকেও নির্মূল করতে চেয়েছিলো জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা

মোস্তাক গংরাই জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে। তাদের হত্যা করে আওয়ামী লীগকে নির্মূল করতে চেয়েছিলো। কিন্তু খুনিরা ব্যর্থ হয়েছে। দেশের ষোল কোটি মানুষ প্রাণভরে জাতির জনক ও জাতীয় চার নেতাকে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।

শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মালয়েশিয়া আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।

কুয়ালালামপুর বুকিত বিনতাং হোটেল সলিলের বলরুমে মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান রাজনীতিবিদ মাহমুদ বিন আহমদ।

শফিকুর রহমান চৌধুরী ও মিনহাজ উদ্দিন মিরানের পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক জামিল হোসাইন নাসির।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মালয়েশিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি সোহরাওয়ার্দী হোসেন সরোয়ার, অহীদুর রহমান অহীদ, জসিম উদ্দিন চৌধুরী, আবদুল হামিদ জাকারিয়া, হাবিবুর রহমান হাবিব, এ কামাল চৌধুরী প্রমুখ।

সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার, জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।  

অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।