ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

একই স্থানে সভা, বিএনপির কর্মী সমাবেশ স্থগিত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
একই স্থানে সভা, বিএনপির কর্মী সমাবেশ স্থগিত 

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৭ নম্বর বাকতা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ স্থগিত করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। 

রোববার (৫ নভেম্বর) দুপুরে স্থানীয় বাকতা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ হওয়ার কথা ছিল।

স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফজলুল হক মাখন জানান, বিএনপি সমাবেশ ডাকার পর একই মাঠে একই সময়ে স্থানীয় শ্রমিকলীগ সমাবেশ আহ্বান করে মাইকিং করে।

ফলে স্থানীয় প্রশাসন থেকে বিএনপির সমাবেশ স্থগিত করতে নির্দেশনা দেওয়া হয়।  

এর আগে গত শনিবার (৪ নভেম্বর) ১ নম্বর নাওগাঁও ইউনিয়নে বিএনপি কর্মী সমাবেশ করতে চাইলে একই স্থানে সমাবেশ আহ্বান করে স্বেচ্ছাসেবক লীগ। পরে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় এতে বাধা দেয় পুলিশ। ফলে সেখানেও সমাবেশ করা হয়নি বিএনপির।  

বাকতা ইউনিয়নে বিএনপির সমাবেশ স্থগিতের বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল খায়ের বাংলানিউজকে জানান, বিএনপি ও শ্রমিক লীগ একই স্থানে সমাবেশ আহ্বান করায় তা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭ 
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।