ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৭ নভেম্বর উপলক্ষে বগুড়ায় জাসদের আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
৭ নভেম্বর উপলক্ষে বগুড়ায় জাসদের আলোচনা সভা ৭ নভেম্বর উপলক্ষে বগুড়ায় জাসদের আলোচনা সভা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আলোচনা সভার মধ্য দিয়ে বগুড়ায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ঘোষিত ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ পালন করা হয়েছে।

মঙ্গলবার (০৭ নভেম্বর) দুপুরে শহরের সাতমাথাস্থ দলীয় কার্যালয়ে জেলা জাসদের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান রতনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় বক্তব্য রাখেন- জাসদের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট এমদাদুল হক ইমদাদ, জেলা কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, হেলাল উদ্দিন আঙ্গুর, আব্দুল হাকিম বেগ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক মনোয়ার হোসেন বাবু, জাসদ নেতা আব্দুল বাছেদ মেম্বার, আকবর, ছাত্তার মন্ডল, জামাল, শহর শাখার সভাপতি রবীন্দ্রনাথ দাস রঞ্জন, সাধারণ সম্পাদক হাসানুল মঞ্জুর দোদুল, সাংগঠনিক আতিকুজ্জামান তুহিন, জেলা যুব জোটের সভাপতি সিদ্দিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সামিউল বারি রবি, জেলা শ্রমিক জোটের সভাপতি মকবুল হোসেন, আনছার আলী, রায়হান প্রমুখ।

বক্তরা, ৭ নভেম্বরের চেতনাকে নিজেদের মাঝে ধারণ করে তা বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।