ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘৭ নভেম্বর’ উপলক্ষে রংপুর বিএনপির আলোচনা সভা

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
‘৭ নভেম্বর’ উপলক্ষে রংপুর বিএনপির আলোচনা সভা ‘৭ নভেম্বর’ উপলক্ষে রংপুর বিএনপির আলোচনা সভা

রংপুর: ‘৭ নভেম্বর’ উপলক্ষে (জাতীয় বিপ্লব ও সংহতি দিবস) রংপুর মহানগর বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, রুহুল আমিন বাবলু, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, আনছার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মির্জা বাবর বাবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দফতর সম্পাদক অধ্যাপক মোজাফফর হোসেন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর ছাত্রদলের সভাপতি নুর হাসান সুমন, মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মোকছেদুল আরেফীন রুবেল, শ্রমিক দলের রংপুর জেলা সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।

মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক আবু আলী মিঠু ও সহ-প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুর অনুষ্ঠান সঞ্চালনায় করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে ক্ষমতার পটপরিবর্তন ঘটে। এর আড়াই মাস পর ৩ নভেম্বর শুরু হয় সেনাবাহিনীতে অভ্যুত্থান-পাল্টা অভ্যুত্থানের ঘটনা। এসব ঘটনার এক পর্যায়ে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বন্দী হন। ৭ নভেম্বর অপর এক অভ্যুত্থানে তিনি মুক্ত হন। এর পর থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে দিনটি পালন করে আসছে বিএনপি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।