ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় শ্রমিকলীগ-যুবলীগ নেতা আহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় শ্রমিকলীগ-যুবলীগ নেতা আহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তদের হামলায় উপজেলা শ্রমিকলীগ ও যুবলীগের দুই নেতা গুরুতর আহত হয়েছেন।

বুধবার (০৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
 
আহতরা হলেন-পানছড়ি উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন (৩০) ও উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সফিকুল আলম (৩৫)।

এ ঘটনায় পানছড়িতে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। থমথমে পরিস্থিতিতে সব দোকানপাট বন্ধ রয়েছে।

জানা যায়, বিকেলে নুরুল হক মাস্টারের নামাজে জানাজা শেষে ফেরার পথে পানছড়ি বাজারের প্রধান সড়কে অতর্কিতভাবে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকি‍ৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া অভিযোগ করে বলেন, ‘সাময়িক বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের ছোট ভাই তোফাজ্জল হোসেন, সোহাগসহ ১০/১২ জন এ হামলায় অংশ নেয়। ’
 
পানছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হবার কারণে দল থেকে সাময়িক বহিষ্কার হয়েছিলেন আবু তাহের।
 
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।