ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘পরাজিত শক্তির চূড়ান্ত টার্গেট শেখ হাসিনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
‘পরাজিত শক্তির চূড়ান্ত টার্গেট শেখ হাসিনা’

ঢাকা: মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির চূড়ান্ত টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্যের দলিল হিসেবে স্বীকৃতি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান। আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট।



কামরুল ইসলাম বলেন, ১৯৭১ সালের প্রতিশোধ নেওয়ার জন্য ’৭৫ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। বঙ্গবন্ধু হত্যায় জড়িত মুশতাক, ফারুকদের সামনে থেকে দেখেছি। কিন্তু ঘটনার নেপথ্যে ছিল সেই পরাজিত শক্তি। তারা মনে করে ’৭১ এর পরাজয়ের প্রতিশোধ সম্পূর্ণ হবে আওয়ামী লীগ সভানেত্রীকে হত্যা করতে পারলে। তাই তারা বারবার বঙ্গবন্ধুর বেঁচে যাওয়া সন্তান শেখা হাসিনাকে হত্যার চেষ্টা করেছে।

তিনি বলেন, ’৭১, ’৭৫, জেল হত্যা ও ২১ আগস্টের গ্রেনেড হামলাকারীরা একই শক্তি। তারা আর কেউ না পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই'র এজেন্ট বিএনপি-জামায়াত চক্র। তাদের বিরুদ্ধে আমাদের এখনো লড়াই করে যেতে হচ্ছে। তারা চায় বাংলাদেশের উন্নয়ন থামিয়ে দিতে। তারা চায় বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে।

ইউনেস্কো বঙ্গবন্ধুর ভাষণের স্বীকৃতি দেওয়ায় শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের টনক নড়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার আগে শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয় বঙ্গবন্ধুর ভাষণ সংরক্ষণে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এখন তারা পদক্ষেপ নিচ্ছে, তাদের টনক নড়েছে। তবে কাজগুলো আরও আগে করা উচিত ছিল।

আয়োজক সংগঠনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মনিরুল হকের সভপতিত্বে আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুব উদ্দিন ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
এমএসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।