ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪১ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
‘সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে’ সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী; ছবি- জিএম মুজিবুর

ঢাকা: ক্ষমতাকে চিরস্থায়ী করতে সরকার গণতন্ত্রকে অবরুদ্ধ করে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৯টায় গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে বিএনপির পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র অবরুদ্ধ বুটের তলায়।

অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে নূর হোসেন আজো আমাদের অনুপ্রেরণা যোগায়।

তিনি বলেন, গণতন্ত্রের কন্ট্রোল সুইচ আওয়ামী লীগের হাতে থাকলে সেটাকে তারা যতই গণতন্ত্র বলুক আসলে এটি গণতন্ত্র নয়। আমরা বহু দল, বহু মতের গণতন্ত্র চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির এ নেতা বলেন, বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে। তবে আমরা নির্দলীয় সহায়ক সরকার চাই, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না।

১২ নভেম্বর সমাবেশের অনুমতি পাওয়া নিয়ে অপর এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বিভিন্ন সময় সমাবেশ করতে না দেয়ার অভিযোগ তুলে বলেন, দেখা যাক, আগে ১২ নভেম্বর সমাবেশ হোক।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এমইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।