ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যবিপ্রবির সেই ছাত্রলীগ নেতা সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
যবিপ্রবির সেই ছাত্রলীগ নেতা সংগঠন থেকে স্থায়ী বহিষ্কার ইশাদ হোসেন

যশোর: অস্ত্র ও গুলিসহ আটক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্রলীগ নেতা ইশাদ হোসেনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

শুক্রবার (১০ নভেম্বর) রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ এ সিদ্ধান্ত নেয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক শৃঙ্খলা ভঙ্গের দায়ে যবিপ্রবির মশিউর রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইশাদ হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

বিদেশি অস্ত্রসহ ক্যাম্পাস থেকে আটক ইশাদ হোসেনকে শুক্রবার রাতে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়। থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল আহমেদ বাদী হয়ে অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা করেছেন।  

যশোর জেলা পুলিশের একাধিক সূত্র বাংলানিউজকে জানায়, শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রাব্বানী বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে যবিপ্রবির একাডেমিক ভবনের সামনে এক গোয়েন্দা কর্মকর্তা ইশাদকে সন্দেহ করেন। ইশাদ উত্তেজনা দেখালে তার শরীর তল্লাশি করে একটি ৭ দশমিক ৬৫ বিদেশি পিস্তল পাওয়া যায়।  

ঝিনাইদহের মহেশপুর উপজেলার দুর্গাযাদবপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইশাদ যবিপ্রবির ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।  

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।