ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আপ্লুত খালেদা…

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আপ্লুত খালেদা… আপ্লুত খালোদা…

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ঘণ্টাব্যাপী ভাষণের শেষ পর্যায়ে নিজের ছেলেদের প্রসঙ্গ তুলে ধরে কিছুটা আবেগাপ্লুত হয়েছিলেন খালেদা জিয়া।

রোববার (১২ নভেম্বর) বিকেলে বক্তব্যের শেষ পর্যায়ে খালেদা জিয়া উপস্থিত সমাবেশকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কী মনে পড়ে ফখরুদ্দীন-মঈন উদ্দীনের সময়ে কতো অত্যাচার আমাদের সহ্য করতে হয়েছে? জেল খেটেছি এক বছর আটদিন। কেন জেল খেটেছি, কারণ তারা চেয়েছিল আমাদের সপরিবারে দেশের পাঠিয়ে দিতে।


 
‘আমি তাদের বলেছিলাম, আমি দেশের বাইরে যাবো না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। এই দেশের মানুষ, এই দেশের জনগণই আমার সবকিছু। আমি তাদের নিয়েই এই দেশের মাটি এবং জনগণকে নিয়ে এই দেশে থাকবো’।
 
এরপর নিজের দুই ছেলের প্রসঙ্গ টানেন খালেদা জিয়া।

‘তারপরে আমার ছেলেদের নিয়ে যে নির্যাতন করা হয়েছে এবং একজন পঙ্গু হয়েছে…’। এসময় আবেগাপ্লুত হয়ে পড়েন খালেদা জিয়া। বলেন, আরেকজনকে আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলিছি, আপনারা দেখেছেন সেই…। এই অবস্থা।
 
সম্প্রতি লন্ডনে চিকিৎসার সময়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছিল বলে অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন।
 
‘আমি চিকিৎসার জন্য গিয়েছিলাম, তারা অপপ্রচার চালিয়েছি- আমি নাকি দেশে ফিরবো না। আমি বললাম, আমার জায়গা হলো বাংলাদেশ, আমার ঠিকানা বাংলাদেশ, এই দেশের মানুষ। কাজেই আমি বাংলাদেশে ফিরে আসবো। আমি বাংলাদেশের মানুষের সঙ্গেই থাকবো…’।
 
টানা এক ঘণ্টা এক মিনিট বক্তব্য রাখেন খালেদা জিয়া। তার বক্তব্যে আগামী নির্বাচনের রূপরেখাও তুলে ধরেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আরএম/এমসি/এএম/এমআইএইচ/এমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।