ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুর মহানগর ছাত্রদলের বিক্ষোভ

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
রংপুর মহানগর ছাত্রদলের বিক্ষোভ বিক্ষোভ মিছিলে রংপুর মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: বাংলানিউজ

রংপুর: জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর ছাত্রদল।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মূল সড়কের দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। তখন কার্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা জুনায়েদ চৌধুরী, রফিকুল ইসলাম দুলাল, ১৪নং ওয়ার্ড আহ্বায়ক আব্দুল্লাহ আল মারুফ, মহানগর ছাত্রনেতা বারেক হোসেন জীবন, জুনায়েদ হোসেন অনিক, আর রাফি, জুবায়ের, মিজ্জা, রাফি, আশিকুল, রুবেল, নাজমুল, শহিদুল প্রমুখ।

সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, সহ-সভাপতি আবিদ হাসান গুড্ডু, কারমাইকেল কলেজ ছাত্রদলের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক, আবু হাসনাত লেলিন প্রমুখ।

এর আগে, শুক্রবার (১৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের প্রোগ্রাম শেষে ফেরার পথে রাজধানীর পল্টন মোড় থেকে আকরামুল হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।