ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে ছাত্রদলের ৬ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
জয়পুরহাটে ছাত্রদলের ৬ নেতাকর্মী গ্রেফতার গ্রেফতার ৬ নেতাকর্মী

জয়পুরহাট: জয়পুরহাটে ছাত্রদলের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে শহরের বাটার মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- জয়পুরহাট সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ধানমন্ডি মহল্লার সাইদুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম, কালাই পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর শহরের মামুনুর রশিদের ছেলে কাফি সরদার, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ও ধানমন্ডি মহল্লার মতিয়ার রহমানের ছেলে রাতিক হাসান, ক্ষেতলাল পৌর শহরের হবিবর রহমানের ছেলে ছাত্রনেতা মোমিন, কালাই উপজেলার পশ্চিম নয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রনি ও একই উপজেলার পুনট গ্রামের নূর মোহাম্মদের ছেলে সোহান।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বাংলানিউজকে জানান, পূর্ব অনুমতি ছাড়া ছাত্রনেতারা দুপুরে শহরের বাটার মোড় এলাকায় ঝটিকা মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

তিনি আরো জানান, তারা জয়পুরহাট শহরের স্টেশন রোডের জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলার পলাতক আসামি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।