ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে মহানগর ছাত্রদলের ১৬ নেতাকর্মী কারাগারে 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭
ময়মনসিংহে মহানগর ছাত্রদলের ১৬ নেতাকর্মী কারাগারে  আটক ছাত্রদল নেতাকর্মীদের পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগর ছাত্রদলের ১৬ নেতাকর্মীকে বিশেষ ক্ষমতা আইনে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এরা হলেন- নয়ন, আলামিন, রবিন, হিমেল, রুমন শাহ, সাজ্জাদ, শাকিল, জামান, জাহিদ, জেরিন, রমজান, ফরহাদ, সুলায়মান, জয়, আহাদ ও সবুজ।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

ছাত্রদলের একটি সূত্র জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে রোববার (১৯ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে নগরীর কেওয়াটখালী অব্ধার মোড় এলাকায় কেক কাটতে জড়ো হন নেতাকর্মীরা।  

জেলা ছাত্রদল নেতা মাহাবুব, রানা ও মহানগর ছাত্রদল নেতা তানভীর আহমেদ রবিনের নেতৃত্বে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।  

মহানগর ছাত্রদল নেতা তানভীর আহমেদ রবিন বাংলানিউজের কাছে অভিযোগ করেন, পুলিশ অনুষ্ঠান থেকে ১৬ নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায়। পরে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠায়।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৭ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।