ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আওয়ামী লীগ আরামদায়ক প্রস্থানের পথ খুঁজছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
‘আওয়ামী লীগ আরামদায়ক প্রস্থানের পথ খুঁজছে’ খুলনা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়/ছবি: মানজারুল ইসলাম

খুলনা: আওয়ামী লীগ আরামদায়ক প্রস্থানের পথ খুঁজছে। এতো অপকর্ম, এতো অপরাধ করেছে যে ক্ষমতায় না থাকলে তারা রেহাই পাবে না। এমনকি বিদেশে যাওয়ারও পথ খোলা থাকবে না। 

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় একথা বলেন।  

বুধবার (২২ নভেম্বর) দুপুরে নগরীর ইউনাইটেড ক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



আগামী নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা এ নিয়ে চিন্তা-ভাবনা করা থেকে বিরত থাকতে কথিত বোদ্ধা মহলের প্রতি আহ্বান জানিয়ে গয়েশ্বর বলেন, নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হলে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা তা নিয়ে চিন্তা করেন।  

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই।  

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ ও অনিন্দ্য ইসলাম অমিত।  
বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, রবিউল ইসলাম রবি, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, স ম আব্দুর রহমান, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, রেহানা আক্তার, মাহবুব হাসা পিয়ারু, আজিজুল হাসান দুলু, শরিফুল ইসলাম বাবু।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৭
এমআরএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।