ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার সব গুমের সঙ্গে জড়িত, বললেন ফখরুল 

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
সরকার সব গুমের সঙ্গে জড়িত, বললেন ফখরুল 

ঢাকা: দেশের সব গুমের সঙ্গে সরকার জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্য তাই প্রমাণ করে। 

শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।  

মির্জা ফখরুল বলেন, গুম নিয়ে প্রধানমন্ত্রী সংসদে যা বলেছেন, তাতে তারা এটা স্বীকার করে নিয়েছেন যে গুম হচ্ছে এবং তারা এই গুমের সঙ্গে জড়িত।

মির্জা ফখরুল বলেন, নিজেদের ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ীকে লুটপাটের সুযোগ করে দিতে আবারও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার।   

রোহিঙ্গা  ফেরত পাঠানোর বিষয়ে ফখরুল বলেন, মিয়ানমারে সেনাবাহিনীর বর্বরতা বন্ধ না করে এখনই রোহিঙ্গাদের ফেরত পাঠানো ঠিক হবে না। আর যদি পাঠানো হয়, তাহলে জেনে-শোনে তাদের আগুনে ফেলার মতো ব্যাপার।  


রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে মিয়ানমারে স্টেট কাউন্সিলরের অফিসে দুই দেশের মধ্যে সমঝোতা হয়। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী এবং মিয়ানমারের ইউনিয়ন মিনিস্টার চ টিন্ট সোয়ে স্বাক্ষর করেন।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।