ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘খালেদাসহ বিএনপি নেতারা প্রলাপ বকছেন’ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
‘খালেদাসহ বিএনপি নেতারা প্রলাপ বকছেন’  সংবাদ সম্মেলনে হাছান মাহমুদসহ বক্তারা- ছবি: বাংলানিউজ

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভের পর বিএনপি নেতাদের গা‌ত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন  আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড.  হাছান মাহমুদ। 

তিনি বলেন, ইউনেস্কো এ স্বীকৃতি দেওয়ার পর থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতারা উন্মাদের প্রলাপ বকছেন।  

হাছান মাহমুদ বলেন, তারা এতোদিন এই ভাষণ প্রচারে  প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন, এনিয়ে তারা ইতিহাস বিকৃত করেছেন।

আজ সেটা বিশ্ব দলিলে অন্তর্ভূক্ত হওয়ায় তাদের গা‌ত্রদাহ হচ্ছে।  বঙ্গবন্ধুর ৭ই মার্চের  ভাষণ নিরস্ত্র বাঙালি সশস্ত্র জাতিতে রূপান্তরিত করেছিলো।  

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।  

ড. হাছান মাহমুদ বলেন, ইউনেস্কো ৭ই  মার্চের  ভাষণকে বিশ্ব ঐতিহ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের ওয়েবসাইডে লিখেছে এই ভাষণই কার্যত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়েছিলো।  

বিএনপি নেতাদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু হত্যার পর থেকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে এই ভাষণকে অস্বীকার করা হয়েছে, প্রচারে বাধা দেওয়া হয়েছে। এমনকি  রাষ্ট্রীয় প্রচার য‌ন্ত্রের ভাষণ প্রচারে নিষেধ করা হয়েছে,  ক্যাসেট কেড়ে নেওয়া হয়েছে। আজ যখন ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বিএনপি নেতাদের গাত্রদা‌হ হচ্ছে।

তিনি বলেন, এতোদিন আমরা বলেছি বিএনপি নেতারা ইতিহাস বিকৃত করছে। মির্জা
ফখরুল তার বক্ত‌ব্যে  বলেন এতোদিন পর কেন ৭ মার্চের ভাষণ নিয়ে উল্লাস। তার এই কথার মাধ্যমেই  প্রতিষ্ঠিত হয়েছে তারা ইতিহাস বিকৃত করে আসছে, করছে।

মির্জা ফখরুলের বক্ত‌ব্যের জবাবে তিনি বলেন, এতোদিন পর ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে  তাই  সমস্ত বাঙালি অভিনন্দন জানাচ্ছে,  উল্লাস করছে, আশাকরি আপনাদেরও বোধ উদয় হবে।

বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপি নেতাদের ২৫ মার্চের সমাবেশ নিয়ে সমালোচনার জবাবে  হাছান মাহমুদ বলেন,  ওইদিন আওয়ামী লীগের দলীয় কোনো সমাবেশ ছিলো না। যেহেতু রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতি পেয়েছে, তাই   প্রজাত‌ন্ত্রের কর্মচারীরা উল্লাস করেছে। আর সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রেখেছেন।

তিনি আরো বলেন, বিএনপি নেতা রিজভীর কথাবার্তায় শালীনতা হারিয়ে গেছে। তাকে উন্মাদের মতো মনে হয়।

বুলেটপ্রুফ মঞ্চে  প্রধানমন্ত্রী  বক্তব্য দিয়েছেন মির্জা ফখরুলের এমন  মন্ত‌ব্যের প্র‌তি‌ক্রিয়ায় তিনি বলেন, তিনি সম্প্রতি আহাম্মকের মতো মিথ্যাচার করছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-  আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমির, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া 

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।