ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

৩০ নভেম্বরের হরতালে রাজপথে থাকবে ছাত্রজোট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
৩০ নভেম্বরের হরতালে রাজপথে থাকবে ছাত্রজোট মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ছাত্র নেতারা

ঢাকা বিশ্ববিদ্যালয়: বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে গণতান্ত্রিক বাম মোর্চা ও সিপিবি-বাসদের আহ্বান করা ৩০ নভেম্বরের অর্ধদিবস হরতালে রাজপথে থাকবে প্রগতিশীল ছাত্র জোট।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জোটের সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্স।

তিনি বলেন, ক্ষমতাসীন মহাজোট সরকার এ পর্যন্ত ৮ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে।

গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে দাম কমানো হয়নি। স্বল্প উৎপাদন খরচের গ্যাস ভিত্তিক বিদ্যুত কেন্দ্রের পরিবর্তে তেল ভিত্তিক উচ্চ মূল্যের কুইক রেন্টাল বিদ্যুত কেন্দ্র থেকে বেশি দামে বিদ্যুত কিনছে। ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়ছে। তথাকথিত লোকসানের কথা বলে আবারো বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, গণতান্ত্রিত বাম মোর্চা ও সিপিবি-বাসদের ৩০ নভেম্বরের অর্ধদিবস হরতালে আমরা সমর্থন ঘোষণা করছি। হরতাল সফল করতে সকল ছাত্র সমাজকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি।

এ সময় হরতালের সমর্থনে তিনি কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে ২৮ নভেম্বর সারাদেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রচার মিছিল ও ২৯ নভেম্বর ঢাকায় সন্ধ্যায় টিএসসি হতে মশাল মিছিল।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জিলানী শুভ, ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মর্তুজা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্নেহাদ্রি চক্রবর্তী রিন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
এসকেবি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।