ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাবি ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে থানায় সোপর্দ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
ঢাবি ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে থানায় সোপর্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়: বহিরাগত অ্যাখ্যা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক দুই শিক্ষার্থীকে মারধর করার দায়ে ঢাবি ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে তাদের থানায় নেওয়া হয় বলে বুধবার (২৯ নভেম্বর) বাংলানিউজকে নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

ওই চার নেতাকর্মী হলেন- বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের সহ সম্পাদক আহমেদ ফয়সাল, কর্মী আশরাফুল ইসলাম, আনোয়ারুল কবির ও তোফায়েল হোসেন।

এরা সবাই হল শাখা ছাত্রলীগের ফকির রাসেল গ্রুপের অনুসারী।

বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বেসরকারি টিভি চ্যানেল-২৪ এর সাংবাদিক শামীমা সুলতানা ও অনলাইন নিউজপোর্টাল বিডিনিউজ২৪ এর সাংবাদিক মাসুম বিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে বসে কথা বলছিলেন। এ সময় ছাত্রলীগের চার নেতাকর্মী এসে তাদের পরিচয় জানতে চান। দুই সাংবাদিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পরিচয় দেন। ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের বহিরাগত বলে মারধর করেন।

পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডির মাধ্যমে শাহবাগ থানায় ওই চান নেতাকর্মীকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

অভিযুক্তদের বিষয়ে ছাত্রলীগ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৭
এসকেবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।