শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সিরাজগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার ন্যায় বিচারের কথা বলা হচ্ছে-অথচ ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, জেলখানার মধ্যে জাতীয় চার নেতাকে হত্যা ছাড়াও ২১ বছর ধরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা-গুম-নির্যাতন করা হয়েছে।
হামলার বিচার করেননি। তখন কোথায় ছিল তার ন্যায় বিচারের প্রশ্ন।
আগামী বছর বিজয়ের মাসেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন এমপি মন্ত্রী বানানোর নির্বাচন নয়। এটি হবে মুক্তিযুদ্ধের চেতনা বাঁচানোর নির্বাচন। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে দেশ মুক্তিযোদ্ধা-স্বাধীনতার চেতনা বিরোধীদের হাতে চলে যাবে। খালেদা প্রতিহিংসার রাজনীতি করেন, এরা ক্ষমতায় এলে সব উন্নয়ন বন্ধ হয়ে যাবে।
সব অর্জন নষ্ট হয়ে যাবে। তাই উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে হবে, যোগ করেন মন্ত্রী।
আইডিইবি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নওশের আহমেদ তামান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি, আইডিইবি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুর রহমান প্রমুখ।
পরে মন্ত্রী সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এসআই