ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নতুন বছরের বড় চ্যালেঞ্জ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
গণতন্ত্র প্রতিষ্ঠা হবে নতুন বছরের বড় চ্যালেঞ্জ 

ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা নতুন বছরের বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুল দিতে এসে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, চলমান সংকট নিরসনে সংলাপের বিকল্প নেই।

৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশের অনুমতি না দিতেই নাম সর্বস্ব একটি ইসলামিক রাজনৈতিক দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।  

দেশের বিভিন্ন অঞ্চলে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি, মহানগর, বিভিন্ন থানা, ওয়ার্ডের নেতাকর্মীরা মাজার চত্বরে শোডাউন করে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
এএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।