বুধবার (৩ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে এক দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যান। এসময় স্থানীয়রা মিঠুনকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিঠুন শহরের স্লুইস গেট এলাকার বাসিন্দা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহম্মদ আব্দুল হান্নান এসব তথ্য জানিয়েছেন।
এদিকে সন্ধ্যায় ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘটনার জন্য সংস্কারপন্থীদের কাপুরুষোচিত, বর্বরোচিত ও ক্ষমার অযোগ্য অপরাধ বলে মন্তব্য করে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮ আপডেট: ২১০২
এসআই