রোববার ( ০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এর আগে ঢাকায় অবস্থানরত শামিম আল রাজি হৃদরোগে আক্রান্ত হলে সকাল ৯টার দিকে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বাংলানিউজকে জানান, সোমবার (০৮ জানুয়ারি) বেলা ১১টার সময় সিংড়া কোর্ট মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
শামিম আল রাজির আকস্মিক ও অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, জেলা বিএনপির সহ সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু ও জেলা ও উপজেলার সর্বস্তরের বিএনপির আওয়ামী লীগের সব স্তরের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ০৭ জানুয়ারি, ২০১৮
আরএ