ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি জঙ্গিদের সঙ্গে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
বিএনপি জঙ্গিদের সঙ্গে নিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় জন্মাষ্টমী উদযাপন পরিষদের শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

সুনামগঞ্জ: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিএনপি জঙ্গিদের সঙ্গে নিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে চায়। তারা চায় না দেশের মানুষ শান্তিতে থাকুক।’

রোববার (২ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১টায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘চারদলীয় জোট যখন ক্ষমতায় ছিল তখন দেশ জঙ্গিদের আস্তানায় পরিণত হয়েছিল।

কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে কোনো জঙ্গি নেই। জঙ্গি দমনে সরকার সব সময় তৎপর রয়েছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। একটি গোষ্ঠী অশান্তি সৃষ্টি করে বাংলাদেশকে অতীতের মত
পিছিয়ে নিতে চায়। ’

এম এ মান্নান বলেন, ‘এসব রুখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সেইসঙ্গে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগকে জয়ী করতে হবে। ’ 

এ সময় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক অনুপ কুমার ধরের পরিচালনায় আলোচনা সভায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, সিভিল সার্জন আশুতোষ দাশ প্রমুখ।

আলোচনা সভার আগে জন্মাষ্টমী মহোৎসব ১৪২৫ বঙ্গাব্দ উপলক্ষে কালীবাড়ি নাট মন্দিরের সামনে থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, সেপ্টম্বের ০২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।