ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি: জেবেল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৮
রাজনৈতিক দলগুলোর ঐকমত্য জরুরি: জেবেল বাংলাদেশ ন্যাপ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সভা

ঢাকা: আগামী নির্বাচন অবাধ ও অংশগ্রহণমূলক করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান ও ২০দলীয় জোটের নেতা জেবেল রহমান গানি।

সোমবার (৩ সেপ্টেম্বর) গুলশানে দলের চেয়াম্যানের কার্যালয়ে বাংলাদেশ ন্যাপ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জেবেল গানি বলেন, আগামী নির্বাচন নিয়ে জনমনে সংশয় ও আতঙ্ক রয়েছে।

জনগণের এই আতঙ্ক দূর করতে প্রধান দায়িত্ব সরকারকেই পালন করতে হবে। অন্যথায় সরকার এর দায় থেকে মুক্তি পাবে না। সুতরাং, জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে ও একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রধানমন্ত্রীর উচিত সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে পথ খুঁজে বের করা।  

সভায় স্বাগত বক্তব্য রাখেন ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া। আরও বক্তব্য দেন দলের প্রেসিডিয়াম সদস্য গোলাম সারওয়ার খান, সাদ্দাম হোসেন, ফারহানা শাহীন গানি, ব্যারিস্টার মশিউর রহমান গানি, ভাইস চেয়ারম্যান কাজী ফারুক হোসেন, মুনির এনায়েত মল্লিক, যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, মো. নুরুল আমান চৌধুরী, আতিকুর রহমান, এহসানুল হক জসিম, সম্পাদকমণ্ডলীর সদস্য আহসান হাবিব খাজা, মো. শহীদুননবী ডাবলু, মো. কামাল ভুইয়া, মতিয়ারা চৌধুরী মিনু, অধ্যক্ষ নজরুল ইসলাম, অধ্যাপিকা শিউলী সুলতানা প্রমুখ।  

সভায় দেশের অধিকাংশ রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করে জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।