ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে শিবির নেতাসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
রাজশাহীতে শিবির নেতাসহ আটক ২

রাজশাহী: বোমা ও বিপুল পরিমাণ জিহাদী বইসহ রাজশাহীতে দুই ইসলামী ছাত্রশিবির নেতাকে আটক করেছে পুলিশ। 

এর মধ্যে, মহানগরের সাধুর মোড় এলাকার অর্কিড ছাত্রবাস থেকে তিনটি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামসহ নগর শিবির আহ্বায়ক ইসমাঈল হোসেন সিরাজীকে (২০) এবং ডাঁশমারি এলাকা থেকে বিপুল পরিমাণ জিহাদী বইসহ শিবির নেতা শাকিব হোসেন রাজিবকে (২৩) আটক করা হয়।  

সোমবার (০৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ পৃথক এ অভিযান চালায়।

আটক ইসমাঈল হোসেন রাজশাহী মহানগর ছাত্র শিবিরের আহ্বায়ক ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

শিবির নেতা শাকিব হোসেন রাজিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি রাবির জোহা হলের ছাত্রশিবিরের সভাপতি।

রাজশাহী মহানগর পুলিশের মুখপত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সাধুর মোড় এলাকার অর্কিড ছাত্রবাসে অভিযান চালানো হয়। ছাত্রবাসের নিচতলায় ১০২ নম্বর রুমে অভিযান চালিয়ে ছাত্রশিবির নেতা ইসমাঈল হোসেন সিরাজীকে আটক করা হয়। এ সময় তার রুম তল্লাশি করে তিনটি ককটেল ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

অপরদিকে, মহানগরের মতিহার থানার ডাঁশমারি এলাকায় অভিযান চালিয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতা শাকিব হোসেন রাজিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

মহানগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বাংলানিউজকে জানান, বর্তমানে তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।