ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: এ্যানী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে: এ্যানী  মানববন্ধনে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, খালেদা জিয়ার মুক্তি এখন আর আইনি প্রক্রিয়ায় হবে না, দেশব্যাপী আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে। দেশবাসী একটি ক্লান্তিকাল অতিক্রম করছে। ভুয়া, মিথ্যা ও সাজানো মামলায় খালেদা জিয়া কারাগারে। তাকে মুক্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনে যাওয়ায় আমাদের উদ্দেশ্য।

সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোড এলাকায় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা বিএনপির আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।  

এ সময় উপস্থিত ছিলেন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম মামুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।