ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তিনশ’ আসনে প্রার্থী দেবে এনডিএফ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
তিনশ’ আসনে প্রার্থী দেবে এনডিএফ

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনে প্রার্থী দেবে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) জোট। 

আগামী ১৫ সেপ্টেম্বর রাজধানীর বিএমএ মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে সারাদেশ থেকে আগত সম্ভাব্য ৫ শতাধিক প্রার্থী যোগ দেবেন।

 

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ন্যাশনাল পিপলস্ পার্টির  (এনপিপি) সহ-দফতর সম্পাদক এস এম আল আমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

প্রেস বিজ্ঞপ্তিতে জোট চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেন, আমাদের সুষ্ঠু গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার প্রতি সম্মান দেখাতে হবে। সুষ্ঠু নিরপেক্ষ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।  

তিনি আরও বলেন, এনডিএফ বিশ্বাস করে, নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ নেওয়া নৈতিক কর্তব্য। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন টেকসই হবে না।  

আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি ব্যবহারের বিধানকে স্বাগত জানিয়েছেন তিনি।  

১৫ সেপ্টেম্বরের সভায় সভাপতিত্ব করবেন এনডিএফ ও এনপিপি’র চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।