ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ স ম রবের বাসায় বৈঠকে যুক্তফ্রন্ট নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
আ স ম রবের বাসায় বৈঠকে যুক্তফ্রন্ট নেতারা ড. কামাল হোসেন, ডা. বদরুদ্দোজা চৌধুরী ও আ স ম আব্দুর রবের ফাইল ফটো

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৈঠকে বসেছেন তিন দলীয় জোট যুক্তফ্রন্ট নেতারা।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আ স ম রবের উত্তরার বাড়িতে বৈঠক শুরু হয়।

জানা গেছে, বৈঠক শুরুর আগেই আ স ম রবের বাড়ির বাইরে উপস্থিত হন সাদা পোশাকের পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বি. চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, শুনেছি বৈঠক হবে। তবে আমি সেখানে যাইনি।

বৈঠকে উপস্থিত আছেন- গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিকল্প ধারার সভাপতি ডা. বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

এর দুই সপ্তাহ আগে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাড়িতে এই নেতারা এক দফা বৈঠক করেন । ওই বৈঠক থেকে বের হয়ে ড. কামাল ও বি. চৌধুরী সাংবাদিকদের বলেছিলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। সেই লক্ষ্যে একটি সাব-কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পরবর্তী কর্মসূচি বিষয়ে জানানো হবে।

ওই বৈঠকে বিএনপির বিষয়ে কোনো আলোচনা হয়নি বলেও তারা জানিয়েছিলেন।

এদিকে, আগামী ১৮ সেপ্টেম্বর খুলনায় ও ২২ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করা নিয়ে বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হবে বলে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৮
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।