ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জামায়াতের ২২ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
বগুড়ায় জামায়াতের ২২ নেতাকর্মী আটক

বগুড়া: বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে জামায়াতের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
পুলিশ জানায়, সকালে নন্দীগ্রাম উপজেলার বিজরুল এলাকায় উপজেলা জামায়াতের আমির আনারুল ইসলামের বাড়িতে গোপন বৈঠকের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

এ সময় আনারুলসহ ১৬ জন নেতাকর্মীকে আটক করা হয়। পরে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল, জিহাদী বই ও কয়েকটি মোটরসাইকেল জব্ধ করা হয়।
 
অপরদিকে বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে বগুড়া সদর এলাকায় অভিযান চালিয়ে জামায়াতের ছয় নারী নেতাকর্মীকে আটক করে পুলিশ।
 
অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বাংলানিউজকে জানান, আটকরা নাশকতার উদ্দেশে গোপন বৈঠকে বসেছিলো। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৮
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।