ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চৌদ্দগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে শিবির ঢুকতে দেয়া হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
চৌদ্দগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে শিবির ঢুকতে দেয়া হবে না অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেলমন্ত্রী মুজিবুল হক। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, চৌদ্দগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে সব ছাত্র সংগঠন সাংগঠনিক কাজ করতে পারলেও ছাত্রশিবিরকে কোনো কাজ করতে দেওয়া যাবে না। কারণ শিবির স্বাধীনতাবিরোধী জামায়াতের অঙ্গ সংগঠন। স্বাধীনতার বিরোধিতা করা তৎকালীন শিবির নেতারাই জামায়াতের নেতৃত্বে।

শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ঐহিত্যবাহী চিওড়া সরকারি কলেজ মাঠে চিওড়া সরকারি কলেজ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত ক্ষমতায় থাকাকালে চৌদ্দগ্রামে উন্নয়ন হয়েছে শতকরা পাঁচ শতাংশ।

আর বর্তমান সরকারের সময়ে চৌদ্দগ্রামে উন্নয়ন হয়েছে ৯৫ শতাংশ।  

তিনি বলেন, চৌদ্দগ্রাম উপজেলার এমন কোনো গ্রাম নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়নের নৌকা পৌঁছায়নি। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন।  

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নেতা কাজী জহিরুল কাইয়ুম, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদসহ অনেক গুণীজনের জন্ম চৌদ্দগ্রামে। এসব গুণীজনদের কারণে চিওড়াকে সমগ্র বাংলাদেশ চেনেন। বর্তমান সরকারের সময়ে চিওড়া-ঢালুয়া সড়কসহ অনেক বড় বড় উন্নয়ন হয়েছে। কিন্তু জামায়াতের সাবেক এমপি আব্দুল্লাহ তাহের কিছুই করে নাই চিওড়ায়।

চিওড়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম ভূঁইয়ার সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, ভাইস চেয়ারম্যান এবিএম বাহার, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান, সুপ্রীম কোর্টের আইনজীবী আব্দুল মান্নান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য কামরুল হাসান মুরাদ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভ ম আফতাবুল ইসলাম, আক্তার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি, সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল।

চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কায়সার হানিফের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক তৌফিকুল ইসলাম সবুজ, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান জালাল, নুরুল আলম, আব্দুল মোতালেব, কাজী আল রাফি, সোহাগ মাহমুদ, মো. মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।