ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাতির আক্রমণে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
হাতির আক্রমণে সাবেক ছাত্রদল সভাপতির মৃত্যু 

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বন্য হাতির আক্রমণে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীম (৩৫) নিহত হয়েছেন। 

বুধবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় গাজীপুর চা বাগানের জুড়ি অংশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।  

নিহত শামীম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।

তিনি কুলাউড়া উপজেলা সদরে সপরিবারে বসবাস করতেন।  

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টায় শামীম ও শাহীন আহমদ নামে তার এক সহযোগী জুড়ি সাগরনাল-ফুলতলা সড়ক হয়ে কুলাউড়া ফিরছিলেন। পথে পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণের শিকার হন তারা। এসময় তার সহযোগী দৌড়ে পালিয়ে আসতে পারলেও শামীম হাতির কবল থেকে রক্ষা পাননি। পরে সকালে রাস্তার ধারে শামীমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।  

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, রাস্তার পাশে এক ব্যক্তি মরদেহ পড়ে আছে খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে। পরে জানতে পারি হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে। কয়েকদিন আগে এই এলাকায় হাতির আক্রমণে কয়েকটি গাড়ি ভাঙচুরের খবরও আমাদের কাছে এসেছিলো।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।