ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঐক্য প্রক্রিয়া বা জোট গঠন করে ভোট পাওয়া যাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
ঐক্য প্রক্রিয়া বা জোট গঠন করে ভোট পাওয়া যাবে না বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বাংলানিউজ

সিরাজগঞ্জ: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জনবিচ্ছিন্ন কতিপয় রাজনৈতিক ব্যক্তি ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হচ্ছেন। তারা নির্বাচন ভণ্ডুলের চক্রান্ত করছেন। এ দেশের জনগণ তাদের চক্রান্তের কালো হাত গুড়িয়ে দেবে। ঐক্য প্রক্রিয়া বা জোট গঠন করে জনগণের ভোট পাওয়া যাবে না।

রোববার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যার আগে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কোনো দল বা জোটের নির্বাচন ভণ্ডুল করার ক্ষমতা নেই।

নির্বাচন কমিশন ঘোষিত যথাসময়েই নির্বাচন হবে এবং তা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধিনেই হবে।

নবগঠিত জাতীয় ঐক্য ও বিদেশে বিএনপির দৌড়ঝাঁপ প্রসঙ্গে
মন্ত্রী বলেন, জনবিচ্ছিন্ন ব্যক্তিত্বদের সঙ্গে নিয়ে জোট করে ভোট পাওয়া যাবে না, আন্দোলনের নামে অতীতে যারা জ্বালাও পোড়াও করেছে, জানমালের ক্ষতি সাধন করেছে সেই দল বা জোটকে এ দেশের মানুষ আর ভোট দেবে না।

এসময় তিনি শেখ হাসিনার নৌকার বিজয়ের জন্য নেতাকর্মীদের ঘরে ঘরে উন্নয়ন বার্তা পৌঁছে দিতে ও ভোট চাওয়ার আহ্বান জানান।

কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, জামালপুর-৪ আসনের সাবেক এমপি ডা. মুরাদ হাসান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সূর্য্য, অ্যাডভোটকেট আব্দুর রহমান, খলিলুর রহমান সিরাজী, বিপ্লব সরকার, আলী আসলাম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শাহজাহান আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।