ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মেহেরপুর অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
মেহেরপুর অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার

মেহেরপুর: মেহেরপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজন আহমেদকে (৩০) অস্ত্র ও গুলিসহ আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। 

রোববার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ডিবির একটি দল বোশপাড়া এলাকার তিন রাস্তার মোড় থেকে রাজনকে আটক করেন। রাজন মেহেরপুর জেলা শহরের ২ নং ওয়ার্ড বোশপাড়া এলাকার জামশেদ আলীর ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কলেজ মোড়ে অভিযান চালিয়ে যুবদল নেতা রাজন আহমেদকে আটক করে পুলিশ।

এসময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।
 
আটক রাজনের নামে মেহেরপুর সদর থানায় পুলিশের উপর হামলাসহ অর্থ ডজন মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।