ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নৌকা মাথায় নিয়ে আনন্দ মিছিল উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৮
নৌকা মাথায় নিয়ে আনন্দ মিছিল উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী  নৌকা মাথায় নিয়ে আনন্দ মিছিলের উদ্বোধন করছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু। ছবি: বাংলানিউজ

ঈশ্বরদী (পাবনা): প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিনকে স্বাগত জানিয়ে নৌকা মাথায় নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঈশ্বরদী শহরের আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি, বিভিন্ন নৌকার ফেস্টুন, সম্বলিত মিছিলটি বাদ্যযন্ত্রের তালে তালে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

 

আনন্দ মিছিল উদ্বোধনের আগে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধু ও শেখ হাসিনার দল। এখানে গুণ্ডা, বদমায়েশ, নারী ধর্ষণকারী, অগ্নিসংযোগকারী, যারা এদেশের মানুষকে কষ্ট দেয়, আওয়ামী লীগে তাদের ঠাঁই নাই।  

আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠন ভালো মানুষ ও শান্তিকামী মানুষের সংগঠন। সুতরাং এই সংগঠনে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।

ভূমিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার স্বপ্ন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া। একটি স্বাধীন জাতি, ভাতের অভাবে কষ্ট পাবে, কাপড়ের অভাবে কষ্ট পাবে, এটা হয় না। একটি স্বাধীন জাতির সন্তানের শিক্ষার ব্যবস্থা থাকবে না, এটা হয় না। এই বাঙালি জাতিকে তার নির্দিষ্ট লক্ষে পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।  

ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রশীদুল্লাহ, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু প্রমুখ।

এসময় উপজেলার সাতটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি, শ্রমিকলীগ, যুবলীগ, ছাত্রীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।