ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘পাতানো নির্বাচন করতেই সর্বশক্তি নিয়োগ সিইসির’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
‘পাতানো নির্বাচন করতেই সর্বশক্তি নিয়োগ সিইসির’

ঢাকা: পাতানো নির্বাচনের ব্যবস্থা করতেই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা সর্বশক্তি নিয়োগ করছেন বলে অভিযোগ তুলেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বর্তমান সিইসি কুমিল্লায় জেলা প্রশাসক থাকার সময় জনতার মঞ্চ তৈরি করে দেশনেত্রী খালেদা জিয়ার ছবি ভাঙচুর করেছিলেন। শাসকগোষ্ঠীর মনের মানুষে পরিণত হওয়া সিইসি কে এম নুরুল হুদা খাঁটি বাকশাল মার্কা মুখপাত্রে পরিণত হয়েছেন।

 

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রিজভী।

রিভজী বলেন, যে প্রধান নির্বাচন কমিশনার ক্ষমতাসীনদের ভাষাতেই কথা বলেন, তার কাছ থেকে ‘বিএনপি নিবন্ধন ঝুঁকিতে পড়বে’ এমন বক্তব্য স্বাভাবিক। তিনি এমন বক্তব্য দিয়ে বিএনপিকে ভয় দেখাচ্ছেন, যাতে বিএনপি শেখ হাসিনার অধীনে একতরফা নির্বাচনে অংশ নেয়।

সিইসিকে উদ্দেশ্য করে রিজভী বলেন, একটি জনসম্পৃক্ত রাজনৈতিক দলের অতীত অর্জন, কীর্তি, সংগ্রাম ও অঙ্গীকার রক্ষার মধ্যদিয়ে জনগণের ভেতরে যে মজবুত অবস্থান তৈরি হয়, সেই দলের রেজিস্ট্রেশন থাকে জনগণের হাতে। জনপ্রিয় রাজনৈতিক দলকে কাগুজে নিবন্ধনের ঝুঁকির কথা বলে লাভ হবে না। জনগণের বিচারই রাজনৈতিক দলের টিকে থাকার মাপকাঠি।

‘যদি বিএনপির নিবন্ধন নিয়ে কোনো অশুভ প্ল্যান থাকে, তাহলে অবৈধ সরকারের পাশাপাশি সিইসিকেও পতনের ঝুঁকিতে পড়তে হবে। ’

এছাড়া সারাদেশে মিথ্যা মামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা জানান রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৮
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।