ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার কারাদণ্ডে ক্ষুব্ধ জাবি শিক্ষক ফোরাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
খালেদা জিয়ার কারাদণ্ডে ক্ষুব্ধ জাবি শিক্ষক ফোরাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার ৭ বছরের কারাদণ্ড দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা।

মঙ্গলবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলটির নেতাকর্মীরা।

বিবৃতিতে বলা হয়েছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আইন ও বিধির তোয়াক্কা না করে সরকারের ইচ্ছায় খালেদা জিয়ার বিরুদ্ধে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার জন্য এ ফরমায়েশি রায় দেওয়া হয়েছে। এ রায়ে খালেদা জিয়া ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

৮৫ জন শিক্ষক বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।