ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে থাকবেন যারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
গণভবনে ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে থাকবেন যারা সদস্যদের নামের তালিকা

ঢাকা: আগামী ১ নভেম্বর (বৃহস্পতিবার) জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসছে ১৪ দল। গণভবনে অনুষ্ঠেয় ওই সংলাপে ১৪ দলের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

সংলাপে ১৪ দলের পক্ষে আরো যারা থাকবেন- ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, দিলীপ বড়ুয়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইন, মাঈনুদ্দিন খান বাদল, অ্যাডভোকেট আনিসুল হক, ড. মো. আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, মাহাবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুল মতিন খসরু, আব্দুর রহমান, ড. আবদুস সোবহান গোলাম, ড. হাছান মাহমুদ ও অধ্যাপক শ. ম. রেজাউল করিম।

এই ২১ নেতার মধ্যে আওয়ামী লীগের ১৭ জন, জাসদের দুইজন, সাম্যবাদী দলের একজন এবং ওয়াকার্স পার্টির একজন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বুধবার (৩১ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে সংলাপের তারিখ ১ নভেম্বর বলে জানানো হয়। এরপর ওইদিন সন্ধ্যায় বৈঠকে বসে সংলাপের জন্য ১৬ সদস্যের প্রতিনিধি দল চূড়ান্ত করে জাতীয় ঐক্যফ্রন্ট।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৮
এসকে/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।