ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংলাপে যোগ দেবেন ঐক্যফ্রন্টের আরও ৫ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
সংলাপে যোগ দেবেন ঐক্যফ্রন্টের আরও ৫ জন জাতীয় ঐক্যের নেতারা/ছবি: বাংলানিউজ ফাইল ফটো

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপের তালিকায় আরও পাঁচজনের নাম দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার (০১ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ কার্যালয়ে এই তালিকা পৌঁছানো হয়। এ নিয়ে ড. কামাল হোসেনের নেতৃত্বে মোট ২১ জনের প্রতিনিধি দল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে যাচ্ছে।

নতুন পাঁচজনের মধ্যে বিএনপির দুইজন হলেন- দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়। আর গণফোরামের তিনজন হলেন- আব্দুল মোত্তাকিম, আনম শফিকুল্লাহ ও জগলুল হায়দার আফ্রিদি।

এদিকে, আগের ১৬ সদস্যের মধ্যে ড. কামাল হোসেন ছাড়া রয়েছেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং মির্জা আব্বাস এই পাঁচজন বিএনপির।

এছাড়া জেএসডি থেকে আ স ম আব্দুর রব, আব্দুল মালেক রতন, তানিয়া রব।  

নাগরিক ঐক্য থেকে মাহমুদুর রহমান মান্না ও এসএম আকরাম।

গণফোরাম থেকে মোস্তফা মোহসীন মন্টু ও সুব্রত চৌধুরী।

ঐক্য প্রক্রিয়া থেকে সুলতান মোহাম্মদ মনসুর, আ ব ম মোস্তফা আমিন।

এছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে সক্রিয় ভূমিকায় থাকা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
টিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।