ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কারো অসন্তুষ্টিতে নির্বাচন থেমে থাকবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৮
কারো অসন্তুষ্টিতে নির্বাচন থেমে থাকবে না বক্তব্য রাখছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া। ছবি: বাংলানিউজ

গাইবান্ধা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, কারো সন্তুষ্টি-অসন্তুষ্টির ওপর নির্ভর করে নির্বাচন থেমে থাকবে না। সংবিধান সমুন্নত রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২ নভেম্বর) দুপুরে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি সরকারি কলেজ মাঠে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  

তিনি আরও বলেন, আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর গুলশানে খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় দেখা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপমানিত হয়ে ফিরে এসেছেন।

কিন্তু সেসব কথা তিনি মনে রাখেননি। তাদের দলের নেতাদের ডাকে সাড়া দিয়ে সংলাপে বসেছেন। প্রধানমন্ত্রী সবসময় নিজের চিন্তা না করে দেশের চিন্তা করেন।

পরে ডেপুটি স্পিকার তিন দিনব্যাপী কৃর্ষি ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম টলষ্টয়সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।