ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্রকে হত্যা করতে পারবে না: ড. কামাল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
গণতন্ত্রকে হত্যা করতে পারবে না: ড. কামাল  বক্তব্য দিচ্ছেন ড. কামাল হোসেন। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোক্তা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীনতার ৪৭ বছরের ইতিহাসে বারবার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। কিন্তু কেউ পারেনি, আর কেউ গণতন্ত্রকে হত্যা করতে পারবেও না। একাত্তরের স্মৃতি ধরে রেখে ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। 

শনিবার (০৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।  

ড. কামাল হোসেন বলেন, অনেক মূল্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি।

স্বাধীনতার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। স্বাধীনতার ৪৭ বছরেও দেশকে এভাবে মূল্য দিতে হচ্ছে। বাঙালিকে কেউ পরাজিত করতে পারেনি, পারবেও না। দেশের মালিক জনগণ। ক্ষমতার মালিক হিসেবে জনগণ মাথা উঁচু করে থাকবে। সকলকে নিয়ে জাতীয় ঐক্যকে সুসংহত করতে হবে। স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে।  

কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জেএসডির আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বাক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুউল্লাহ চৌধুরী, কলামিস্ট আবুল মকসুদ, সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন  কাদের সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৮
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।