ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘সংবিধান অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় পার্টি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
‘সংবিধান অনুযায়ী নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় পার্টি’ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ/ছবি- জি এম মুজিবুর

ঢাকা: সংবিধান অনুযায়ী নির্বাচনের জন্য জাতীয় পার্টি প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

সোমবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় গণভবনে জাতীয় পার্টির নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের নেতাদের সঙ্গে সংলাপের পর সাংবাদিকদের এ কথা বলেন তোফায়েল।

তিনি বলেন, সংলাপে তাদের সঙ্গে আলোচনাও সংবিধান অনুসারে হয়েছে।

তারা ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত।

সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হওয়া প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকটি শেষ হয় রাত ৯টার পর।  

সংলাপে জোটের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ এরশাদ। উপস্থিত ছিলেন রওশন এরশাদ, জিএম কাদের, রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন বাবলু, মশিউর রহমান রাঁঙ্গা, সালমা ইসলামসহ দলের শীর্ষ নেতারা।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।