ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আসন চূড়ান্ত হয়নি: এরশাদ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৮
আসন চূড়ান্ত হয়নি: এরশাদ  সংলাপ শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে জাতীয় পার্টির জোটগতভাবে আলোচনার কথা হলেও সেখানে আসন চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

সোমবার (৫ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির সংলাপের বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এ কথা জানান। সংলাপের আলোচনা জানতে চাইলে জাপা চেয়ারম্যান বলেন, কোনো সংলাপ হয়নি।

আসন বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ৩০ জন মানুষ নিয়ে কি আসনের কথা বলা যায় নাকি?

অবশ্য সংলাপ শেষে বেরিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে জাতীয় পার্টির সঙ্গে আমরা একমত হয়েছি যে, ১৪ দলীয় মহাজোট একসঙ্গে ঐক্যবদ্ধ নির্বাচন করবে। তবে রাজনীতিতে যেভাবে মেরুকরণ হবে সেভাবে জোটের সমীকরণ হবে।

পরে জাপা চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, অালোচনা অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। প্রধানমন্ত্রী নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে খুবই অান্তরিক।  

নির্বাচনের আগে অারও চমক অাসতে পারে জানিয়ে জাপা মহাসচিব বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ সময়ের চাহিদা অনুযায়ী রাজনৈতিক সিদ্ধান্ত দেবেন। তিনি সবসময় যথাসময়ে সঠিক সিদ্ধান্ত নেন। আর পরিস্থিতিই বলে দেবে, জাপা কতো অাসনে প্রার্থী দেবে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৮
এমএএম/এমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।