ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরওয়ার কমলের আনন্দ মিছিলে বিশ্বের দীর্ঘমানব জিন্নাত আলী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
সরওয়ার কমলের আনন্দ মিছিলে বিশ্বের দীর্ঘমানব জিন্নাত আলী আনন্দ মিছিলে বিশ্বের দীর্ঘমানব জিন্নাত আলী-ছবি-বাংলানিউজ

কক্সবাজার: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে কক্সবাজার-৩ আসনে আওয়ামী লীগ থেকে বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল মনোনয়ন পেয়েছেন। তার মনোনয়ন পাওয়ার পর আনন্দ মিছিল করেছেন তার কর্মী-সমর্থকেরা। 

সোমবার (২৭ নভেম্বর) এই আনন্দ মিছিলে যোগ দেন দীর্ঘ মানব জিন্নাত আলীও। দুপুরে তার নিজ গ্রাম গর্জনীয়ার বড়বিল থেকে উপজেলা সদরে আসেন জিন্নাত।

বেলা আড়াইটার দিকে সংসদ সদস্য কমলের নিজ এলাকা কক্সবাজারের রামুতে নেতাকর্মী ও সমর্থকেরা আনন্দ মিছিল বের করলে সেই মিছিল মাতিয়ে রাখেন জিন্নাত আলী। রামু বাইপাস এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি রামুর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী গোল চত্বরে এসে শেষ হয়।  গোল চত্বরে সমাবেশে শেষ পর্যন্ত থাকেন জিন্নাত।

এ সময় জিন্নাত আলী বলেন, এ আসনে কমল ভাইকে মনোনয়ন দেওয়া হচ্ছে না, খবরটি শুনে আমার খুব মন খারাপ হয়। কিন্তু আজ মনোনয়ন পাওয়ার খবরটি শুনে খুব ভালো লাগছে। তাই এ খবর শোনার সঙ্গে সঙ্গে রামুতে ছুটে এসেছি। তাই আনন্দ মিছিলে সামিল হই। কমল ভাইয়ের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাই, তিনি যেন নির্বাচনে জিততে পারেন।

এসময় জিন্নাত সাইমুম সরওয়ার কমলকে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।  

জিন্নাত আরও জানান, সংসদ সদস্য কমল দীর্ঘদিন ধরে তাকে অনেক সহযোগিতা করে আসছেন। তাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে গেছেন। চিকিৎসা করার সুযোগ করে দিয়েছেন। তাই তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এখানে ছুটে এসেছেন। আশা করি কমল ভাই বিজয়ী হবেন।

উল্লেখ্য, কক্সবাজারের রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের বড়বিল গ্রামের বর্গাচাষী আমির হামজার ছেলে দেশের সবচেয়ে দীর্ঘ মানব জিন্নাত আলী। ২২ বছর বয়সী জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি। শরীরের হরমোনজনিত সমস্যার কারণে ১২ বছর বয়সের পর থেকে অস্বাভাবিকভাবে শরীরের উচ্চতা বাড়তে থাকে জিন্নাতের। ফলে বর্তমানে স্বাভাবিক কাজকর্ম এবং চলাফেরা করতে কষ্ট হচ্ছে। এমন পরিস্থিতিতে তার চিকিৎসা খরচ চালানো তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছিলো না।

এ অবস্থায় গত ২৪ অক্টোবর জাতীয় সংসদ ভবনে নিয়ে গিয়ে জিন্নাতকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এসময় প্রধানমন্ত্রী জিন্নাত আলীর অসুস্থতার সার্বিক পরিস্থিতির খবর নিয়ে তার চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার অনুদান এবং তাকে নতুন বাড়ি করে দেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।