ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে পারছি না: ববি হাজ্জাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে পারছি না: ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দিচ্ছেন ববি হাজ্জাজ/ছবি: শাকিল

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে গণঐক্য থেকে নির্বাচন করবেন জোটটির সভাপতি ববি হাজ্জাজ। তিনি নির্বাচন কমিশনের আচরণ দেখে বলেছেন, এই নির্বাচন কমিশনকে বিশ্বাস করতে পারছি না। 

বুধবার (২৮ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, দু’টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত গণঐক্য সারাদেশে ১০০টি আসনে মনোনয়ন দিয়েছে।

ঢাকায় দিয়েছে পাঁচটি আসন। নির্বাচন কমিশন ঢাকা-৬ আসনে ইভিএম ব্যবহার হবে বলে জানিয়েছেন। কিন্তু এই ইভিএম কি তা আমরা জানি না। এটার ব্যবহার কি রকম তাও জানি না। ভোটারদের সুবিধা হবে কিনা তাও বলতে পারি না। ইভিএমে প্রিজাইডিং অফিসারসের কতটা কর্তৃত্ব থাকবে সে গণতান্ত্রিক আলোচনা শেষ হওয়ার আগেই ইভিএমের সিদ্ধান্ত চূড়ান্ত করা একটি অনৈতিক কাজ হয়েছে।  

‘এছাড়া নির্বাচন কমিশন এমন কোনো কাজ করেনি যেটার জন্য তারা আস্থা অর্জন করতে পারবে। এমনকি জনগণের কাছেও তারা বিশ্বাস্যোগ্যতার জায়গায় যেতে পারছে না। আমরা এখনও দেখে যাচ্ছি। ৩০ ডিসেম্বর পর্যন্ত দেখে যাবো। তবে নির্বাচন বয়কট করবো না। ’ 

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।